রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলার বার্ষিক সাধারণ সভা

‘হোটেল মোটেল জোনের ব্যবসায়ীদের পর্যটক মনস্ক হতে হবে’

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২২ ১০:৫৫ pm , আপডেট: নভেম্বর ১৬, ২০২২ ১১:৫৯ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএনঃ
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা যারা হোটেল মোটেল জোনে ব্যবসা-বাণিজ্য করি, আমাদের সবাইকে পর্যটক মনস্ক ব্যবসায়ী হওয়া দরকার। পর্যটকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পর্যটন নগরীর বদনাম হয় এমন কোন আচরণ করা যাবে না। খাবারের দাম, মানের পাশাপাশি আচরণ ও পরিবেশ ঠিক রাখতে হবে।’

সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা আবুল কাশেম সিকদার।

সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি শরাফত উল্লাহ বাবুল, কামরুল ইসলাম, মোঃ রুবেল উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ রফিক, সদস্য নুরুল কবির পাশা (পল্লব), শরীফ উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বুধবার দৈনিক যুগান্তরে কয়েকটি স্বনামধন্য রেস্তোরাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে তারা বলেন, কোন রেস্তোরাঁ ভ্যাট-টেক্স ফাঁকি দেয় না। অসাধু লেনদেনও কারো সাথে করে না। নিয়ম মতো সবাই রাজস্ব প্রদান করে। যুগান্তরে প্রকাশিত সংবাদের কারণে পর্যটন নগরীর রেস্তোরাঁ ব্যবসায়ীদের মান ক্ষুণ্ণ হয়েছে।

সংবাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও পাস হয় সাধারণ সভায়।