জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে “সমাবর্তন” অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
এ বছর আগামী ১৯ নভেম্বর (২০২২) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান।
আজ ১৬ নভেম্বর (২০২২) বুধবার সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গ্রাজুয়েটদের কে কালো গাউন এবং টুপি প্রদান করা হয়।
কালো গাউন এবং টুপি পেয়েই ক্যাম্পাস জুড়ে আনন্দ এবং উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, কলাভবন, টিএসসি,কার্জন হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কখনো একক এবং‌ কখনো গ্রুপ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আনন্দ এবং উল্লাস প্রকাশ করতে দেখা যায় এসব গ্রাজুয়েটদের।

গাউন এবং টুপি পেয়েই অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ছবি তুলতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সংযুক্ত সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান শাহিদিন কে । তিনি জানান, “আমি যখন নবম-দশম শ্রেণিতে পড়ি,ঐ বয়সটাতে টুকটাক পত্রিকা পড়ার অভ্যাস ছিলো। মাঝে মাঝে টিভিতে খবরও দেখতাম। সেই সময়ই প্রথম এমন কালো গাউন আর টুপি পড়া ছবি দেখেছিলাম। ঠিকঠাক বুঝে উঠতে পারি নি যে এসব আসলে কি? তবে বিশ্ববিদ্যালয়ে আসার পর প্রথম সমাবর্তন সামনাসামনি দেখি এবং বুঝতে পারি একদিন আমিও এই মুহূর্তের অংশ হব। এখন সেই সময়। অনুভূতি এক কথায় অসাধারণ। এ যেন স্বপ্নকে হাতে ছুয়ে দেখা”।

গাউন পরে আনন্দ -উল্লাস প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী বলেন,”ছোট থেকেই বাবা- মা চাইতেন তাদের সাধ্যের মধ্যে সেরাটা আমায় দিতে। এজন্য এলাকার সেরা প্রতিষ্ঠানেই পড়িয়েছেন। কিন্তু এইচ এস সি তে উঠার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়েও কোনো ধারণা ছিল না। শেষ পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার সৌভাগ্য হলো, এর চেয়ে বড় অনুভূতি আর কি হতে পারে? কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি এবং বিশেষ কৃতজ্ঞতা বাবা মা ও আমার বড় ভাইয়ের প্রতি”