মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টে শুরু হয়েছে ২ মাসব্যাপী “প্লাস্টিক দিয়ে উপহার নিন” নামক অভিনব এক কর্মসূচি।

সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষার্থে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৭ নভেম্বর বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আবু সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

১৭ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এলাকায় এই কার্যক্রম চলমান থাকবে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে পরিবেশ সুরক্ষায় নেওয়া ব্যতিক্রমী এই কার্যক্রম।