আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৭৮ কার্টুন বিদেশী সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার পূর্ব পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৯০ কার্টুন গোল্ডেন ফ্লাওয়ার সিগারেট, ৯০ কার্টুন ওরিস ব্রাউন সিগারেট ও ৯৮ কার্টুন প্যাটরন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার অনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী সিগারেটগুলোর
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।