মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঈদগাঁহ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব সভাপতি এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সম্মেলন শেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর উপস্থিতিতে, কাউন্সিলরদের সরাসরি ভোটে তাঁরা বিজয়ী হন।

ঈদগাঁহ হাইস্কুল মাঠে শুক্রবার ১৮ নভেম্বর ঈদগাঁহ আওয়ামী লীগের সম্মেলন এবং পরে স্কুল ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সভাপতি আবু তালেব বৃহত্তর কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং নবগঠিত ঈদগাঁহ উপজেলার আহবায়ক। নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ জালালাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।