বার্তা পরিবেশক:

সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পিতা এডভোকেট রফিক উল্লাহ ও সাবেক সাংসদ ইসহাক মিয়াসহ ঘাতকদের হাতে নিহত শহীদ ওসমান চেয়ারম্যান কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক যাত্রা শুরু করলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

তারেক বিন ওসমান শরীফের পিতা ছিলেন উত্তর মহেশখালী উপজেলার স্বপ্নদ্রষ্টা, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ,কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ঘাতকদের হাতে নিহত শহীদ ওসমান গনি,মরহুম পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁহার গর্বিত পুত্র মহেশখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।কালারমারছড়া মনগাজী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তাহার মরহুম পিতা ওসমান গণির রুহের আত্মার মাগফেরাত করে কবর জিয়ারত করেন।

এরপর মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পিতা এডভোকেট রফিক উল্লাহ ও সাবেক সাংসদ ইসহাক মিয়ার কবর জিয়ারত করেছেন। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ , কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক আলা উদ্দিন,যুবনেতা কলিম উল্লাহ হাসান মুন্না, নুরুল ইসলাম, জাকের হোছাইন,ছরওয়ার আলম,ডাঃ আহামুদর রহমান, মোঃ জমির উদ্দিন প্রমূখসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মহেশখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রমের শুভ সূচনা করেন।