মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটায় অবস্থিত হজরত মায়মুনা (র:) নুরানী মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার ইবতেদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ নভেম্বর মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মমতাজুল হক এর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জুনাইদ।

প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক
মাস্টার সৈয়দ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শহীদ উল্লাহ, শিক্ষানুরাগী মাওলানা নজির আহমদ, মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল, মাস্টার মোজাম্মেল হক, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন-পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উল্লাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম রোহান ও নিশাত সোহাইয়া হোসেন ইকরা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। প্রাক প্রাথমিক লেভেল থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের বীজবপনের সময়। এসময়ে যথাযথ পরিবেশ, মান সম্মত শিক্ষা ও আনুষাঙ্গিক সাপোর্ট পেলে সেসব শিক্ষার্থীরা নিম্ম মাধ্যমিক পর্যায় থেকে পরবর্তী সকল পর্যায়ে উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ তামজিদ হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিদায় সংবর্ধনায় যৌথ ইসলামী সংগীত পরিবেশন করেন-মাদ্রাসার শিক্ষার্থী কাশমিরা ফাতেমা, আলিফা সাফা সুলতানা, সায়মা আলম সামা, তাসফিয়া, সুমাইয়া ছিদ্দিকা নুরী, ইশরাক ও কাশমী। দোয়া মাহফিলে দেশ, জাতি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান সহ সকলের কল্যান ও উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন-মাদ্রাসার জ্যেষ্ঠ সহকারি শিক্ষক
মাওলানা ক্বারী সাঈদ আলম। অনুষ্ঠানের শেষদিকে বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক, আমন্ত্রিত অতিথি, অভিভাবকদের সমন্বয়ে ফটোসেশান করা হয় এবং আপ্যায়নের মাধ্যমে সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

প্রসঙ্গত, কক্সবাজার শহরের দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হজরত মায়মুনা (র:) নুরানী মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানায় প্রায় চারশত শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর প্রায় শতভাগ শিক্ষার্থীর সাফল্যের ধারাবাহিক অগ্রযাত্রায় এ আধুনিক ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটি সুদীর্ঘ একযুগ ধরে কোমলমতি শিশুদের পড়ালেখায় বেশ অবদান রেখে চলছে এবং অভিভাবকদের নির্ভরতা ও এলাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে।