শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ১৯ টি দোকান ও ২৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
এ অগ্নিকাণ্ডের খবর শুনে কক্সবাজার থেকে ছুটে আসেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি।

এসময় এমপি সমবেদনা জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শেখ হাসিনা সরকার আছে, থাকবে। আপনাদের ক্ষতি অপূরণীয়। তিনি ক্ষতিগ্রস্ত ১৯ টি দোকান ও ২৩টি বসতবাড়ির পরিবারকে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের দলীয় নেতাকর্মী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন। এলাকার বিত্তবানসহ সবস্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান এমপি।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এমপি অমজাখালী আল-আমিন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনাস্থলে পৌঁছলে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুতুবদিয়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হুদা বাদশা,
ইউপি মহিলা সদস্য হাসিনা আক্তার বিউটি, মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।