আব্দুস সালাম,টেকনাফ:
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া আদর্শ গ্রামে জমিসংক্রান্ত সীমানা বিরোধের জেরে বসত-বাড়ির ঘেরাবেড়া কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এতে সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে নুর কামালের পরিবার।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী নুর কামাল জানান,শনিবার দুপুর ২ টার দিকে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোদারবিল গ্রামের আহমদ হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন তার ভাই জাকির হোসেন (৩২) জামাল হোসেন(৩০),ইমান হোসেন(৪৫) ও আলী হোসেন(৪০) এদের সাথে জমি ও সরকারি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরা সরকারি চলাচলের রাস্তা দখল করে মাঠি বিক্রি করে। এতে আমাদের হাটা চলার পথ বন্ধ হয়ে যায়।
এরই জেরধরে হঠাৎ করে তারা দা-কিরিচ,লাঠি-সোটা নিয়ে আমার ভাইদের উপর হামলা চালিয়ে বসত-বাড়ির ঘেরাবেড়া কেটে ফেলেছে। যে কোন সময় আমার পরিবারের উপর বড়ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ঘটনা নিয়ে আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছে।
আমাদের বসত-বাড়ির জায়গা নিয়ে তাদের সাথে কী বিরোধ থাকতে পারে তা আমার বোধগম্য নয়। এতে আইনশৃংখলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

নুর কামাল আরো বলেন,এ ঘটনার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।