হ্যাপী করিম ,মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলায় ছেলে আজিজুল হক (৪৫) মৃত্যুর দশ ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা তরিয়ত খাতুন (৭০)। ছেলের মরদেহ ধরে কাঁদতে কাঁদতে মারা যান তিনি।

রবিবার (২০ ই নভেম্বর) রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের উত্তর মেহেরিয়াপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ায় তরিয়ত খাতুন’র আরেক ছেলে’কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মেহেরিয়াপাড়া গ্রামের মৃত ওমর কাজী স্ত্রী তরিয়ত খাতুন। তার চার ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে আজিজুল হক (৪৫) দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৪-৫ দিন আগেও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শনিবার রাত ৮টায় বুকে ব্যথা উঠলে আজুর মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছেলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন মা’সহ পরিবারের লোকজন।

এ সময় ছেলের মরদেহ ধরে কাঁদতে থাকেন মা। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ভোর ৫টার দিকে মায়েরও মৃত্যু হয়। অমলের মৃত্যু শোকে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন তরিয়ত খাতুন আরেক ছেলে এনাম। পরে তাকে মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

২০ শে নভেম্বর রবিবার সকাল ১১টায় প্রথমে উত্তর মেহেরিয়াপাড়া জামে মসজিদ মাঠে প্রথমে ছেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে, পরে বাদে আছর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।