মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে “লিগ্যাল এইড মামলায় প্যানেল আইনজীবীগণের ভূমিকা” শীর্ষক এক সমন্বয় সভা রোববার ২৭ মে বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সভাপতিত্ব করবেন।

সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি অনুরোধ জানিয়েছেন।