প্রেস বিজ্ঞপ্তি:

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই উপলক্ষ্যে আয়োজিত জনসভাপ সফল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো। এরই অংশ হিসেবে জেলা শ্রমিকলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এই উপলক্ষ্যে সোমবার (২৮ নভেম্বর) এক প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম. ওসমান গণির সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, সদর উপজেলা আহ্বায়ক মোঃ আবদুল্লাহ, সদস্য সচিব নেজাম উদ্দীন শাওন, যুগ্ম-আহ্বায়ক বিকাশ চন্দ্র দে, পেকুয়া উপজেলা আহ্বায়ক নূরুল আবছার, চকরিয়া উপজেলা সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, পৌর শাখার সাধারণ ইসমাঈল হোসেন ধলু, ঈদগাঁও উপজেলা আহ্বায়ক আবু বকর ছিদ্দিক বান্ডি, মহেশখালী আহ্বায়ক আবদুর শুক্কুর, সদস্য সচিব রিপন উদ্দীন রিপন, খুরুশ্কুল ইউনিয়ন সভাপতি নাসির উদ্দীন মাহমুদ, কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড সভাপতি ফজল করিম।

এতে বক্তারা কক্সবাজারের রেল লাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। এর কৃতজ্ঞতা স্বরূপ জেলার সর্বস্তরের জনসাধারণকে জনসভায় স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান। এছাড়া জনসভায় অংশ গ্রহণের জন্য কক্সবাজার সকল শ্রমিক সেক্টরে গিয়ে দাওয়াত প্রদান করে কক্সবাজারের স্বরণকালের বৃহৎ মিছিল নিয়ে জনসভায় অংশ নেবে শ্রমিকলীগ।

এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা, পৌর শ্রমিক লীগ নেতা আফসানুর রেজা, রিয়াজ উদ্দীন সিকদার বাবু, আজিজুর রহমান আরজু, আবছার কামাল হাজারীসহ আরো অনেকে।