নিজস্ব প্রতিবেদক, উখিয়া :
প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজারের উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় চমকপ্রদ ভালো ফলাফল করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । ৩৪ জন এ প্লাস সহ মোট ২০৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে , চলতি এসএসসি পরীক্ষায় ২৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তৎমধ্যে বিজ্ঞান বিভাগের ১৪ জন বাণিজ্য বিভাগে ১০ জন ও ভোকেশনালে ১০ জন মোট ৩৪ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে । বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন আরো ২০৬ জন। পাশের হার ৮৫.৪৮।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সাবেক একাউন্টস কর্মকর্তা জালাল আহমদের দক্ষ ব্যবস্থাপনায় , শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করণ এবং সম্মানিত শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রমে অন্যান্য বারের চেয়ে এবারে আশানুরূপ ভালো ফলাফল করে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় সুনাম অর্জন করেছেন । এক্ষেত্রে সাবেক প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের অবদান রয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ জানান এই বিদ্যালয়টি জেলার অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । আমরা চাই আগামীতেও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সাফল্যের শ্রেষ্ঠত অর্জন ধরে রাখতে ।
সচেতন অভিভাবক শিক্ষকমন্ডলীর আন্তরিকতার পাশাপাশি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো মননিবেশ হওয়ার আহ্বান জানিয়েছেন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ।