আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনালের এর বিচারক আদালতে জেলার সন্দ্বীপে একটি দোকানের পাশ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলায় সন্দ্বীপ এর মো. রহমান নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো. রহমান সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর রাতে সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের বাগাইর গো এলাকার একটি দোকানের পাশ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

পরে অভিযুক্ত মো. রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই মামলা দায়ের করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সন্দ্বীপে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. রহমান নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় এ রায় দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।