প্রেস বিজ্ঞপ্তি :
৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হবে ১ডিসেম্বর। বৃহস্পতিবার বিকেলে রামুর এগার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে মিছিলটি রামু উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে ইতিমধ্যে ১১ ইউনিয়নে আওয়ামীলীগের প্রস্তুতি সভাসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ৭ ডিসেম্বর স্ব স্ব ইউনিয়ন থেকে বিশাল বিশাল গাড়ির বহর নিয়ে রামু চৌমুহনী স্টেশনে জমায়েত হয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বহর সহকারে প্রধানমত্রীর জনসভাস্থলে যোগ দেয়া হবে।
রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, কক্সবাজারের মানুষের প্রতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, তা অনন্য। তার আন্তরিকতা রয়েছে বলেই বাংলাদেশের বৃহৎ উন্নয়ন কক্সবাজারেই হয়েছে। যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে আজ এ উন্নতি, এ অগ্রগতি কোনভাবে কল্পনা করা যেত না। তাই আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা ছাড়া অন্য কোন বিকল্প নেই বলে অভিব্যক্তি প্রকাশ করেন। এদিকে ৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে রামুর এগার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানান সোহেল সরওয়ার কাজল।
প্রেরক