জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে( ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ বহিরাগত মুক্ত রাখার দাবি জানান।
জানা যায়,আজ ২ ডিসেম্বর (২০২২) শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে ছবির হাটের সামনে একটি মোটর সাইকেলের সাথে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ফার্মগেটের তেজকুনিপাড়া নিবাসী রুবিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় নিহত রুবিনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে রুবিনা হত্যার বিচার, নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে অবস্থান করে। ছাত্র অধিকারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা,ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আকতার হোসেন, তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম সহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। আগে থেকেই ভিসির বাসভবনের সামনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনানের নেতৃত্বে নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে নিরাপদ সড়কের দাবিতে অবস্থান করেছিলেন।
এ সময় নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে প্ল্যাকার্ড হাতে নিয়ে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি, সুফিয়া কামাল হলের সাবেক সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাবির আহমেদ জুবেল প্রমুখ।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনান আজকে বিকালে সড়ক দুর্ঘটনায় নিহত রুবিনার মৃত্যুর জন্য চালকের অবহেলা কে দায়ী করেন।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে গরুর গাড়ি, ট্রাক সহ বিভিন্ন পাবলিক বাস যাতায়াত করে।যে কোন সময় গাড়ির চাকা বাস্ট হয়ে সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানাই।