আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে হত্যা ও একাধিক মামলার পলাতক আসামী শামসুল হক প্রকাশ বদাপুলা (৩৭) কে ১টি বিদেশী পিস্তল,১রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন,টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ প্রকাশ ছেপ্পুরির ছেলে।
শনিবার (৩ ডিসেম্বর) ভোরে ধৃত ব্যক্তির বসত-বাড়ির শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদে খবর পেয় টেকনাফ সদরের নাজির পাড়ার মৃত নজির আহমেদের ছেলে ছিদ্দিক আহমদের দুই হাতের কব্জি কর্তনের মামলার এজাহার নামীয় ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী শামসুল হক প্রকাশ বদাপুলা (৩৭) বসত-বাড়িতে অবস্থান করতেছে।
এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি চৌকষ টিম শামসুল হকের বসত-বাড়িতে অভিযান পরিচালনা করে শামসুল হক প্রকাশ বদাপুলাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি বের করে দেয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও গুলি রাখার দায়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন পূর্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধৃত আসামী ওই এলাকার এনাম মেম্বারের নেতৃত্বে জনৈক ছিদ্দিকের দুই হাতের কব্জি ডানা হতে বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত ছিদ্দিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।