কক্সবাজারের অনলাইন পোর্টাল টিটিএন ‘এ বিগত ২৭ নভেম্বর ২০২২ ইংরেজি প্রকাশিত” চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি ডাহা মিথ্যা, মানহানিকর।সত্য যে, বিগত ২৭ নভেম্বর শহরের কস্তুরাঘাট সংলগ্ন আমাদের স্বত্ত্ব-দখলীয় পারিবারিক জমি তদারকির জন্য যাই। গিয়ে জানতে পারি ২৬ নভেম্বর রাতের আধাঁরে আলোচিত সন্ত্রাসী আনিস টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ভরাট করা জমি থেকে অন্তত ৮৬ ট্রাক বালি অন্যত্র সরিয়ে নেয়। আমি এই ঘটনার প্রতিবাদ করলে টিপু, তাইফ, তাইসতের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমি ও আমার ভাতিজা সাঈদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা আহত হই। শুধু তাই নয়-এলাকাবাসীর সামনে ঘটে যাওয়া এই বালি চুরির ঘটনার প্রতিবাদ করলে টিপু বাহিনী প্রত্যক্ষদর্শী নুরপাড়ার বনেদী পরিবারের সন্তান, শহরের সৌখিন বস্ত্র বিতানের সত্ত্বাধিকারী জুয়েলের উপর হামলে পড়ে। প্রকাশিত
সংবাদে জঘন্যভাবে আমাকে সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাইফুল, জুয়েল, মিন্টু, আহত সাঈদকে সন্ত্রাসী, চাঁদাবাজ, আজগুবি মাদকের তকমা দেয়া হয়েছে। যা মানহানিকর ও ষড়যন্ত্রমূলক। মূলতঃ বহু অপকর্মের হোতা দখলবাজ আনিস টিপু তার নিত্য-দিনের অপকর্ম আড়াল করতে টিটিএন’কে ডাল হিসেবে ব্যবহার করছে। টিটিএন সত্য-মিথ্যা যাচাই না করে চোরের পক্ষে একপেশে সংবাদ পরিবেশন করাই আমি/ আমরা বিস্মিত হয়েছি। আশা করি-টিটিএন কর্তৃপক্ষ প্রকাশিত মিথ্যা, কল্পিত, সাজানো, মানহানিকর সংবাদটি প্রত্যাহার করে নেবেন। না হয় আমি সহসা জঘন্য মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন কারীদের বিরুদ্ধে ন্যায়- সঙ্গত আইনের আশ্রয় নেবো। আমি এই ডাহা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী –
মোহাম্মদ ইসমাইল
পিতা- মরহুম ছালেহ আহমদ
নুরপাড়া, কক্সবাজার।
নূরপাড়ায় ব্যবসায়িকে হামলা সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
