বলরাম দাশ অনুপম:
দীর্ঘ প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত সম্মেলন। আগামী ১৩ ডিসেম্বর শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে সরব হয়ে উঠেছেন আগামী দিনের জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরাও।
জানা যায়, সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে এডভোকেট সিরাজুল মোস্তফাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই বছরের ১৩ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
২০২০ সালের ২৫ নভেম্বর বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সময় স্বল্পতার মাঝেও পূর্ব নির্ধারিত আগামী ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের মাধ্যমে কারা আসছেন জেলা আওয়ামী লীগের নেতৃত্বে তা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতুহলের সৃষ্টি হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুবনেতা এডভোকেট রনজিত দাশ। তিনি কাউন্সিলরদের সরাসরি ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের দাবী জানান।
তিনি ছাড়া আর কেউ এখনো পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করেননি। তবে স্ব স্ব পছন্দের নেতাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তাদের কর্মী সমর্থকেরা।
এদিকে তৃণমূলের নেতা-কর্মীদের মতে এবারের সম্মেলন ও কাউন্সিলে এমন নেতৃত্ব সৃষ্টি করতে হবে যে নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে জেলার চারটি সংসদীয় আসন উপহার দেয়ার পাশাপাশি জেলাব্যাপি আওয়ামী লীগের কার্যক্রম আরো শক্তিশালী করতে পারবে।
এদিকে সম্মেলনকে সফল করতে শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উক্ত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানিয়েছেন, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা বাস্তবায়ন করার পর খুব কম সময় রয়েছে। তারপরও কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য জেলা আওয়ামী লীগ বদ্ধপরিকর। তাই দ্রুত সময়ের মধ্যে সব গুছিয়ে ১৩ ডিসেম্বর সম্মেলন ও কাউন্সিল আয়োজন করা হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়ন করেছেন। কক্সবাজারকে বদলে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কক্সবাজারকে সুইজারল্যান্ড করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সে ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাপস রক্ষিত, ত্রাণ বিষয়ক ইউনুছ বাঙ্গালী, আইন বিষয়ক সম্পাদক এড. আয়াছুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি নজিবুল ইসলাম।
দীর্ঘ সাত বছর পর ১৩ ডিসেম্বর সম্মেলন ও কাউন্সিল
কারা আসছেন জেলা আওয়ামী লীগের নেতৃত্বে!
