বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠে সাঈদ হোসাইন নামের এক আইনজীবিকে পৈত্রিক বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আপন দুই বড় ভাইয়ের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সাঈদ হোসাইন।
আইনজীবী সাঈদ হোসাইন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তাদের পৈত্রিক বাড়িটি নিয়ে সমস্যা চলে আসছে। এমতাবস্থায় রবিবার (১০ ডিসেম্বর) এড. সাঈদ হোসাইনের স্ত্রী তার ছোট মেয়েকে স্কুলে ভর্তি করাতে যায়। পরে স্কুল থেকে ফিরলে তাকে আর বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। বাড়ির প্রধান ফটকে তালাবদ্ধ করে দেয়।
এক পর্যায়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চায় ভুক্তভোগী। কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পুলিশের দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরও কেউ তালা খুলে দেয়নি৷ পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আবারও বের করে দেয়া হয় ভুক্তভোগীদের।
অভিযোগ মতে, গত ২৪ অক্টোবর ১৭৭৯ নং নোটারী মূলে মোঃ নাসির উদ্দীন ও আবুল কাশেম তার ছোট ভাই এডভোকেট সাঈদ হোসাইনকে ৯,৮০,০০০ টাকার বিনিময়ে সম্পূর্ণ বাড়ির মালিকানা প্রদান করেন। সব কিছু ঠিকটাক থাকলেও হঠাৎ তা অস্বীকার করেন বড়ভাইয়েরা। এরপরও জায়গার মালিকানা দাবি করছেন নাসির উদ্দীন ও আবুল কাশেম। এ নিয়ে জেলা যুগ্ন জজ ১ম আদালতে একটি মামলা চলমান আছে, যার নং ৫৭/২২।
ভুক্তভোগী এডভোকেট সাঈদ হোসাইন বলেন, ” আমি আদালতে কাজ করা অবস্থায় আমার স্ত্রী আমাকে ফোনে জানায় তাকে বাইরে রেখে ভেতর দিয়ে তালা দিয়ে দেয়। এমতাবস্থায় আমি তাকে ৯৯৯ এ ফোন করে সহায়তা নেয়ার পরামর্শ দিই। এরপর পুলিশ আসার পরই আমি আসি এবং বাসায় ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার বিষয় মাথায় রেখে আমি অন্যত্রে চলে আসি।”
এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এডভোকেট সাঈদ হোসাইনের পরিবার।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তার বড় ভাই আবুল কাশেম ও নাসির উদ্দীন। তারা বলেছেন, তাদের নিরাপত্তার জন্যই তালা দেয়া হয়েছে।