হ্যাপী করিম, মহেশখালী:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের বড় মহেশখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সেলিনা আকতার। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমে সমাজ উন্নয়নে অবদানের জন্য তাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

গত শুক্রবার, ৯ ই ডিসেম্বর সকালে মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় সম্মাননা অনুষ্ঠানে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাবিবা জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার বভরঞ্জন দাস, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শাপলাপুর ইউপির চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্ত‘সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রমূখ।

উল্লেখ্য যে, সেলিনা আকতার বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মরহুম ফয়জুল করিমের কন্যা ও বাংলাদেশ কৃষি ব্যাংক এর অবসবপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক এর স্ত্রী, সংসার জীবনে দুই ছেলে ও এক মেয়ের জননী। বড় ছেলে মুজাহিদুল হক চৌধুরী সৌরভ বাংলাদেশ আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য। বর্তমানে সে চীনের হুনান ইউনিভার্সিটিতে PHD করতেছে। ছোট ছেলে রিয়াশিদুল হক রুপালি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঈদগাহ শাখায় অফিসার পদে কর্মরত আছেন। এক মাত্র মেয়ে এইবার HSC পরীক্ষা দিচ্ছে।

তিনি দীর্ঘ দিন সময় থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সেলিনা আকতার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।