মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ২ দিনের সফরে সোমবার ১২ ডিসেম্বর ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম থেকে সড়কপথে সোমবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার পৌঁছাবেন। পরদিন সকাল ১১ টায় তিনি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন।
একইদিন বিকেল ৩ টায় তিনি মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারজ এন্ড ওয়ার্ল্ড লাইফ রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম প্রেরিত সফরসূচিতে জানা গেছে।