মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তাঁরা সম্মেলনস্থল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসেন। এর পরপরই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামী ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু প্রমুখ তাঁদের স্বাগত জানান।
আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
এমপি ঢাকা থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি সম্মেলনে স্বশরীরে উপস্থিত হতে পারছেন না।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলর তালিকা চুড়ান্ত হয়েছে। যাতে জেলার জনসংখ্যার প্রতি দশহাজারে ১ জন করে ২৮ লক্ষ জনসংখ্যার অনুপাতে ২৮০ জন, আর ১১ টি ইউনিটের ৫ জন কোঅপ্ট করা ৫৫ জন এবং জেলা কমিটির ৭১ জনসহ ৪০৬ জন কাউন্সিলর থাকবে। ডেলিগেট থাকবে ১৫০০ জন। সেই সাথে তৃনমূলের নেতাকর্মী থাকবে প্রায় ১০ হাজার। আর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতসহ সব মিলিয়ে ১২ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি থাকবে বলে জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রায় ১৩ হাজার মানুষের জন্যে খাবারের আয়োজন করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলনস্থলে।
৬ বছর ১০ মাস পর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামীলীগের এ সম্মেলন।