প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া পৌর জামায়াত,১৩ডিসেম্বর(মঙ্গলবার) বাদে মাগরিব সোসাইটি মসজিদের সামনে থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন গিয়ে সমাবেশে মিলিত হয়,এতে সভাপতিত্ব করেন, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের যুব ও ক্রিড়া সম্পাদক মাওলানা হেদায়াত উল্লাহ, এতে জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা ছৈয়দ করিম সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অবিলম্বে আমীরে জামায়াতকে মুক্তি দিতে হবে, অন্যতায় আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।
জামায়াতের আমীরকে গ্রেফতারের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ
