শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসন, থানা, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আজ বুধবার নানা কর্মসূচী পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে স্টিমারঘাট এলাকায় অবস্থিত বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাজ মিত্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দীন কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা রেঞ্জ কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা সমবায় অফিসার ওসমান গণী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হাছান কুতুবী,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা মানিক হোসেন,কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আযাদ প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।