প্রেস বিজ্ঞ‌প্তি:

কক্সবাজা‌রের ঈদগাহ্ প্রেসক্লাব ও ঈদগাহ্ রি‌পোটার্স সোসাই‌টির উ‌দ্যো‌গে ১৬ ডি‌সেম্ব‌র ভোর সকা‌লে উপ‌জেলার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুষ্পমাল‌্য অর্পণ ক‌রেন সংগঠনসমূ‌হের নেতৃবৃন্দরা।

স্বাধীনতার স্বপ‌ক্ষের সংবাদকর্মী‌দের সংগঠন ঈদগাহ্ প্রেসক্লাবের সভাপ‌তি শা‌হিদ মোস্তফা শা‌হিদ, ঈদগাহ্ প্রেসক্লা‌ব ও ঈদগাহ্ রিপোটার্স সোসাই‌টির সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত, প্রেসক্লা‌বের সি‌নিঃ সহ সভাপ‌তি ও রি‌পোটার্স সোসাই‌টির সভাপ‌তি মফিজুল ইসলাম ম‌ফি, প্রেসক্লা‌বের সাংগঠ‌নিক সম্পাদক সায়মন সরওয়ার কা‌য়েম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দীন, নির্বাহী সদস‌্য মাহাবুব আলম মাবু, রি‌পোটার্স সোসাই‌টির সাংগঠ‌নিক সম্পাদক ও প্রেসক্লা‌বের নির্বাহী সদস‌্য ইমরান তাও‌হিদ রানা, প্রেসক্লা‌বের নির্বাহী সদস‌্য সা‌হেদ কামাল ও কাজী আব্দুল্লাহ্ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।