বার্তা পরিবেশক
মহান বিজয় দিবসের কুচকাওয়াজ, বয়েজ ইন স্কাউট ও গার্ল ইন স্কাউটে অনন্য সফলতা অর্জন করেছে জেলার অন্যতম ডিজিটালাইজ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার মডেল হাই স্কুল। ১৬ ডিসেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত স্কাউট ও কুচকাওয়াজে বয়েস ইন স্কাউটে ১ম স্থান এবং গার্ল ইন স্কাউটে ৩য় স্থান অর্জন করে।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ এরশাদসহ সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রম এবং প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সঠিক নির্দেশনায় শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্যে বড় আসরে ২টিতে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শাহীন ইমরান ও পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিযোগি শিক্ষার্থীরা ক্রেষ্ট গ্রহন করেন। বিভিন্ন প্রতিযোগিতামুলক সরকারি বেসরকারি ইভেন্টে প্রতিবছর কক্সবাজার মডেল হাইস্কুল ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকে।
কক্সবাজার মডেল হাইস্কুলের এ সফলতায় স্কুলের সকল শিক্ষক ও প্রতিযোগিদের ধন্যবাদ জানিয়ে পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন- সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল এ সফলতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ব্যাপক উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষার প্রসারে বদ্ধ পরিকর। সুশিক্ষিত জাতি ও সুনাগরিক গড়তে স্কাউট সদস্যরা ভুমিকা পালন করে দেশ নির্মানে কাজ করে যাচ্ছে। কক্সবাজার মডেল হাইস্কুলের বিভিন্ন ইভেন্টে চমকপ্রদ ফলাফল অর্জন করায় সংশ্লিষ্ট সকল শিক্ষকদের ধন্যবাদ জানান।
এদিকে বয়েস স্কাউট ও গার্লস স্কাউটের পুরস্কার জয়ী টিম ও শরীরচর্চা শিক্ষক মোঃ এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মডেল হাইস্কুল পরিবার। ক্রেষ্ট নিয়ে পুরো টিম স্কুল ক্যাম্পাসে পৌঁছলে প্রধান শিক্ষক কে, এম রমজান আলী,সহকারী প্রধান শিক্ষক (ভাঃ) মিসেস মাউন্টিন, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, সাগর চন্দ্র দাশ,আবদুর রহমান, সহকারী শিক্ষক সুমন শর্মা,জাহেদুল করিম,হুমায়ুন কবির রিফাতসহ অন্যান্য শিক্ষার্থীরা বাদ্য বাজিয়ে ফুলেল শুভেচছা জানান। স্কুল ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক মোঃ রমজান আলী এ সফলতার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং বিদ্যালয়কে এগিয়ে নিতে এবং দেশের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।