সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়ায় পুলিশ সুপার অফিসের মোড় থেকে বাহারছড়া বনবিভাগের অফিস পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুজিবুর রহমান এর নামে নামকরণ করায় কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার জেলা প্রশাসনসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিবারের পক্ষে তাঁর সহধর্মণী সেলিনা মুজিব।
সেলিনা মুজিব রোববার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তার প্রয়াত স্বামী মুজিবুর রহমানের নামে একটি সড়ক নামকরণ করায় তার পরিবারসহ জেলার মুক্তিযুদ্ধের সকল ব্যক্তি ও মহল আজ ধন্য ও কৃতার্থ হয়েছে। এমন উদ্যোগ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে অনুপ্রেরণা যোগাবে।