নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার নাগরিক ফোরামের সভায় বক্তারা বলেছেন শহরের বর্জ্য দিয়ে ভরাট করার ফলে বাকঁখালী নদী একদিকে মারাত্মক ভাবে দুষিত হচ্ছে অন্যদিকে অবৈধভাবে দখল করা হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীতে নিচিহ্ন হয়ে যাবে জেলার প্রধান এই নদী। তাই বাকঁখালীর দুষণ ও দখল রোধে সকলকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত পাহাড়,নদী,সৈকত ও মাদকের ভয়াবাহতার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুুরুল আবছার চেয়ারম্যান।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী। সহ সভাপতি এডভোকেট আব্দুর রহিম, মহা সচিব এ,এম আনোয়ারুল হক, সাংবাদিক সামশুল হক সারেক, সহ সম্পাদক ও জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, সহ সভাপতি মোর্শেদুর রহমান খোকন,নির্বাহী সদস্য সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, এডভোকেট আবুল কালাম,বিচ টিভির প্রধান মোঃ সোহেল এবং নাগরিক ফোরামের ঈদগাহ উপজেলা আহ্বায়ক কামরুল আহসান বাবু প্রমুখ।