আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রথমবারের মতো “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন। সে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা মাতাব্বর হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ও গৃহিণী ফেরুজা বেগমের দ্বিতীয় সন্তান।
সে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের নাতি এবং টেকনাফ পৌরসভার ২নং ওযার্ডের কাউন্সিলর হাফেজ এনামুল হাসানের বড় ভাই।
বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক টেকনাফ স্থলবন্দরের মেসার্স ফারুক ট্রেডার্স এন্ড মেসার্স রাফে ট্রেডার্স (সত্বাধিকারি)। ওমর ফারুক ২০২১-২০২২সালে কক্সবাজার জেলার কর অঞ্চলের সবোর্চ্চ আয়কর প্রদানকারি “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।