রামু প্রতিনিধি:
রামু উপজেলায় ইউএসএআইডি ইয়েস এক্টিভিটি প্রকল্পের সিএসও রিসোর্স সেন্টারের সকল তথ্য প্রযুক্তি সামগ্রী ও সরঞ্জাম রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহষ্পতিবার, ২৮ ডিসেম্বর সকালে রামু উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন- রিলিফ ইন্টারন্যাশনাল ও ইয়েস এক্টিভিটি’র চীফ অপ পার্টি ও প্রোগ্রাম ম্যানেজার শাহানা শারমিন।
জানা গেছে- রিলিফ ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ইউএসএআইডি ইয়েস এক্টিভিটি প্রোগ্রাম ২০২০ মার্চ হতে ইপসা কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে রামু উপজেলায়,উক্তপ্রকল্প হতে সিএসও রিসোর্স সেন্টারের উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠির যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়ে আসছে। ৫ জানুয়ারি ২০২৩ এ প্রকল্পের মেয়াদ সমাপ্ত হচ্ছে। এ কারণে ভবিষ্যতে যুব উন্নয়নে ব্যবহারের জন্য রিসোর্স সেন্টারের সকল তথ্য প্রযুক্তি সামগ্রী ও সরঞ্জাম রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করার উদ্যোগ নেয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রিলিফ ইন্টারন্যাশনাল এর কমপ্লাইন্স অফিসার জাকিউল আহমেদ, রিসোর্স সেন্টারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ইপসার ইইএস কোর্ডিনেটর ইকবাল হোসাইন, ইপসা’র মাঠ কর্মকর্তা তরুন বড়ুয়া, ইপসা উপজেলা ম্যানেজার শপ্তর্ষি বড়ুয়া, এপেক্স ক্লাব অব রামুর চেয়ারম্যান মাস্টার জামাল হোছাইন চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টো, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলেখা বেগম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক আজিজ প্রমূখ।
রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মামুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ সভাপতি শাকিলা ওসমান, অর্থ সম্পাদক খাদিজা নুর মিম, উদ্যোক্ত জান্নাতুল ফেরদৌস সাথী, চট্টগ্রাম বিভাগীয় জয়ীতা পুরস্কারপ্রাপ্ত সাবেকুন নাহার, কাদের মো. নুর, হুমাইরা আকতার, আসমাউল হোসনা, হেলাল উদ্দিন, ছমিরা আকতার, সুরাইয়া আজিমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক ইয়েস প্রকল্পের ন্যায় রামু রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটি পরিচালনা করে যুবদের মান উন্নয়নে কাজ করবেন। অনুষ্ঠানে রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মামুনর রশিদের হাতে তথ্য প্রযুক্তি সামগ্রী ও সরঞ্জাম হস্তান্তর করেন- রিলিফ ইন্টারন্যাশনাল ও ইয়েস এক্টিভিটি’র চীফ অপ পার্টি ও প্রোগ্রাম ম্যানেজার শাহানা শারমিন।
রামুতে ইউএসএআইডি ও রিলিফ ইন্টারন্যাশনাল এর সরঞ্জাম হস্তান্তর
