হ্যাপী করিম, মহেশখালী :
সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশর মধ্য দিয়ে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান খোন্দকারপাড়া আল ফোরকান গাউছিয়া সুন্নিয়া মাদরাসা’র ছাত্র-ছাত্রীদের মাঝে-২০২৩ ইং সনের নতুন বই বিতরণ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ পহেলা জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বই বিতরণ উপলক্ষে ওই মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক হাফেজ মাওলানা সোলাইমান এর সভাপতিত্বে বই উৎসব ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত আহবায়ক, সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মাওলানা শফিউল আলম খানঁ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার সালামত সিকদার, মাওলানা রওশন আলী, মোহাম্মদ নুরুল আলম বাঁশি. মোহাম্মদ করম আলী. মোহাম্মদ ইসহাক প্রমুখ।

পরে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মাদ্রাসায় পরিচালনা কমিটির সদস্যগণ আগত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বিতরণ করেন।

এদিকে নতুন বই পেয়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রীর নিয়মিত মাদ্রাসা উপস্থিত থেকে পড়া লেখা করার কথা বলেন।