শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাও উপজেলার ঈদগাহ গ্রামার স্কুলে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
রোববার (১ জানুয়ারী) বিকাল ৩ টায় বিদ্যালয়ের হলরুমে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছৈয়দ আলমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন রামু -কক্সবাজার – ঈদগাঁওর এমপি সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি ছিলেন , জালালাবাদ আওয়ামীগ সাধারণ সম্পাদক সাইফুল হক মেম্বার, ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঈদগাঁও উপজেলা যুবলীগ সহ সভাপতি মিজানুল হক মিজান, ঈদগাঁও বাজার ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক , জালালাবাদ আওয়ামীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, প্রতিষ্ঠাতা পরিচালক, ঈদগাঁহ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন , শিক্ষক যথাক্রমে, মোঃ ফারুক,মিশন চৌধুরী, নুসরাত জাহান নয়ন, নাসরিন সুলতানা জিনিয়া, দিদারুল ইসলাম, অন্তি দেয় এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ।
উৎসব মুখর পরিবেশে ছাত্রদের হাতে বই তুলে দেন এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন ,যেখানে রফিকুল ইসলামের মত একজন আদর্শবান শিক্ষক আছেন ,এ শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিক্ষা বিস্তারে সফলতা অর্জন করবেন এবং এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা সত্যি আনন্দিত।