মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ এর হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে দ্বিতীয় সাধারণ সভা মঙ্গলবার ৩ জানুয়ারি সকাল ১১ টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য হীরকজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (১৯৮০-১৯৮১) মেয়র মুজিবুর রহমান অনুরোধ জানিয়েছেন।

আগামী ৪ মার্চ শনিবার কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬২ সালে কক্সবাজার সরকারি কলেজ স্থাপিত হয়। ১৯৮০ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।