আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল আমিন (২৫) নামে এক ব্যক্তি আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের অর্ন্তগত কে.কে পাড়া সাকিনস্থ লামার বাজার থেকে ঝর্ণা চত্তর গামী রাস্তার পাশে অবস্থিত ছোট হাজী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর আটক আব্দুল আমিন হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের
উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ফারুকে নেতৃত্বে একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কে.কে পাড়া সাকিনস্থ লামার বাজার টু ঝর্ণা চত্তর গামী রাস্তার পাশে অবস্থিত ছোট হাজী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে হ্নীলা ইউনিয়নের লেদা, ২৪নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি, এফসিএন-২০৬৪৪৬ এর বাসিন্ধা ও টেকনাফ পৌরসভার
১নং ওয়ার্ড নাইট্যংপাড়া (পুতিনা মাস্টারের ভাড়াবাসা) এর
আব্দুল গাফফারের ছেলে আব্দুল আমিন(২৫) এর দখল থেকে মোট ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।