আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং থেকে অপহরণসহ ধর্ষণ মামলার এজাহারভুক্ত মোঃ ওমর ফারুক (২৩) নামে এক
আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে অপহরণসহ ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী হোয়াইক্যং ইউনিয়নের
২নং ওয়ার্ড আন্দারিছড়ার মোঃ খুরশেদ আলমের ছেলে
মোঃ ওমর ফারুক (২৩) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীকে মূলতবী মামলা মতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।