আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশী ৩৮ বোতল মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদ এর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে বিদেশী ৩৮ বোতল মদসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত ১১ টার দকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদের বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আটককৃত আসামী উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাপালং, ৭নং ওয়ার্ড হাতির ঘোনার ছৈয়দ আলমের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং একই ইউনিয়নের রুমখা পালং
রুমখা বড়বিলের মোঃ সোলতান আহমদের ছেলে আব্দুল হামিদ (২১) তাদের দখল হইতে মোট ৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে।
তিনি আরো জানান, বিদেশী মদ উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।