মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের মানুষের শেকড়ের টানে নিরন্তর ছুটে চলা, স্বার্থ ও অধিকার রক্ষার সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ এর বার্ষিক মিলনমেলা ও পিকনিক শনিবার ৭ জানুয়ারী কক্সবাজার শহরের পর্যটন হোটেল শৈবাল প্রাঙ্গণে এ অনুষ্ঠিত হবে। মিলনমেলা ও পিকনিকে অংশ নিতে ইতিমধ্যে প্রায় অর্ধ সহস্র কক্সবাজারের স্থানীয় নাগরিক, সদস্য, বিশিষ্টজন রেজিষ্ট্রেশন করেছেন।
“জেলাবাসীর স্বার্থ সুরক্ষা ও অধিকার আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ” এ প্রতিপাদ্যে এগিয়ে চলা ‘আমরা কক্সবাজারবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, এ মিলনমেলা নিছক একটি ভোজন ও বিনোদনমূলক অনুষ্ঠান নয়। এখানে কক্সবাজারবাসীর মৌলিক অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে উম্মুক্ত আলোচনার মাধ্যমে পরিকল্পিতভাবে যৌক্তিক দাবি দাওয়া বাস্তবায়নের সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়। সার্বজনীন স্বার্থ রক্ষায় প্রয়োজনে প্রতিবাদের পথে চলতে হয়। যা সংগঠনের সাধারণ সভার মতো প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিলনমেলায় প্রায় ৭ শত মানুষের জন্য খাওয়া-দাওয়া’র আয়োজন ও অন্যান্য আকর্ষনীয় কর্মসূচী রয়েছে বলে জানিয়েছেন-সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আরো জানান, কেন্দ্রীয় সংগঠনের আওতাধীন বিভিন্ন উপজেলা শাখা, ইউনিট শাখার সদস্যগণও এই বিশাল মিলনমেলায় অংশ নেবেন। প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবক মিলনমেলা ও পিকনিক সফল করতে দায়িত্ব পালন করছেন অবিরাম।
আমরা কক্সবাজারবাসী’র সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ বলেন, মিলনমেলা ও পিকনিক উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে-প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পর্যটন হোটেল শৈবাল প্রাঙ্গণে। গণমানুষের অধিকার ও স্বার্থরক্ষার আন্দোলনে সদা সোচ্ছার জেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসী’র দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- শনিবার সকাল ৯ টায় গেঞ্জি, ক্যাপ, কোটপিন বিতরণ, সকাল ১০ টায় সমসাময়িক বিষয় ও কক্সবাজারবাসীর সামগ্রিক স্বার্থ রক্ষামূলক বিভিন্ন কর্মসূচী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী রয়েছে বলে জানান-সাংবাদিক মহসীন শেখ।
মিলনমেলা ও পিকনিকে
রেজিষ্ট্রেশনকৃত সদস্য, আমন্ত্রিত অতিথি, বিশিষ্টজন, এবং শুভাকাঙ্ক্ষীদের শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন-সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ। অনুষ্ঠানকে প্রাণবন্ত, নান্দনিক ও উৎসবমুখর করে তুলতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেছেন।