প্রেস বিজ্ঞপ্তিঃ
ঝরে পড়া, সাধারণ শিক্ষার্থী, সামাজিক পরিবর্তন মুলক কাজের প্রয়াস নিয়ে ধলঘাটার একদল তারুণ্যদীপ্ত তরুণদের সমন্বয়ে গঠিত The Ascendant Students of Dhalghata – ASD এর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ধলঘাটা সুতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে, ৭ জানুয়ারি-২৩ ইং তারিখে সম্পন্ন হয়েছে।
৩ তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রবিউল হোছাইন রবি’র সঞ্চালনায়,সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান রানা’র সভাপতিত্বে স্থানীয় সময় বিকাল তিনটায় অনুষ্ঠান সূচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কামরুল হাসান(এম.এ), বলেন, দি এসেন্ডেন্ট স্টুডেন্টস অব ধলঘাটার এই উদ্যোগটি অত্যন্ত চমৎকার। এই উদ্যোগের ফলে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি উদ্দীপ্ত হবে বলে আমি বিশ্বাস করি।শিশুদের মেধা বিকাশের জন্য শিক্ষামুলক বহুমুখী উদ্যোগ নেওয়া সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। বিভিন্ন বিখ্যাত লেখক,কবি,সাহিত্যের কথা উল্লেখ্য করে বলেন,তারা কেউ একদিনে বড় হয়নি।সময়, শ্রম,মেধা,মননশীলতা সবকিছু বিনিয়োগ করে লেগে থেকে তারা আজ বিশ্ববরেণ্য হয়েছেন।
উদ্বোধকের বক্তব্যে, বখতিয়ার আলম বলেন, তরুণদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানায়।এটির ফলে, মেধাবৃত্তি আরও বেশি অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে, সংগঠনের প্রধান সমন্বয়ক এরশাদ উল্লাহ বলেন, এই বৃত্তিপরীক্ষার মৌলিক উদ্দেশ্য শিক্ষার্থীদের বছর শেষে নূন্যতম মেধাবীদের স্বীকৃতি প্রদান,পুরষ্কৃত করে তাদেরকে পড়াশোনার আরও বেশি উজ্জীবিত করা।আমরা লক্ষ করছি যে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনে মেধার স্বীকৃতি ও পুরষ্কৃত হওয়া দারুণ পরবর্তী সময়ে দারুণ ইতিবাচক প্রভাব ফেলে।
সভাপতির বক্তব্যে, সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান রানা বলেন,তরুণ তারা যারা সংকটময় মুহূর্তে দেশ ও দশের কল্যাণে কাজ করেন। এবং তিনি বিগত বছরের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে বলেন,কোনো ধরণের বিনিময় ছাড়া মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করা যাওয়ায় এএসডি সত্যি বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন।এক্টিভিস্টদের এই পরিক্রমা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন,ধলঘাটার প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছেন। সংশ্লিষ্ট জনরা যেন এই বিষয়ে সরব থাকেন তার জন্য আহবান রাখেন।
শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের এক্সিজটিং অবস্থার মান বৃদ্ধির জন্যও তিনি অভিভাবকরা যেন লক্ষ্য রাখেন। তার জন্যও অনুরোধ রাখেন।
সভাপতির বক্তব্য শেষে, ধলঘাটার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২জন শিক্ষার্থীকে মেধাক্রমে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি স্বরূপ সার্টিফিকেট,ক্রেস্ট,স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।যারা ২২ডিসেম্বর অনুষ্ঠেয় পরীক্ষায় মেধাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন।
অনুষ্ঠানের শুরুতে, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট
রাজনৈতিক,নুরুল ইসলাম বাশি, ফজল কাদের, সাজেদ হোছাইন চৌঃ,কলিম উল্লাহ সাগর।তরুণ নেতৃত্ব, হিজবুল ইসলাম মুস্তাহিদ। তরুণ উদ্যোগক্তা সোহেল রানা ও সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি বাস্তবায়নের নেপথ্যে একনিষ্ঠ ভাবে সার্বিক সহযোগিতায় ছিলেন, দি এসেন্ডেন্ট স্টুডেন্টস অব ধলঘাটা’র সম্মানিত প্রধান উপদেষ্টা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান. শাহিনুল ইসলাম শাহীন।