মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য ৷ কথাটি তখন বাস্তবরূপ লাভ করে যখন একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায় ৷
সাহায্য সহযোগীতার মাধ্যমে আজ পর্যন্ত ৩৬ জন মানসিক রোগীকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করলো সেচ্ছাসেবী সংগঠন মারোত।
ফেনী দাগনভুঁঞা এর তাজউদ্দিন নিশান কে মানসিক রোগীদের তহবিল ( মারোত) টেকনাফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংগঠন এর উদ্যোগে এ পর্যন্ত ছত্রিশ জন ভাসমান মানসিক রোগীদের পরিবার এর নিকট হস্তান্তর করা হয়।
নামঃ তাজউদ্দিন, পিতাঃ গিয়াস উদ্দিন মাতাঃ পান্না আক্তার বয়সঃ ২৩ বছর, গ্রামঃ নোয়াদ্দা ডাকঘরঃ কে.ডি.হাট, উপজেলাঃ দাগনভুঁঞা জেলাঃ ফেনী।
সেই কিছুদিন আগে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যায়নি, তার পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও হারানো বিজ্ঞপ্তি দিয়ে স্টাটাস দেওয়া হয়।
এদিকে মারোতের শুভানুধ্যায়ী নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন তাহাকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে তার সাথে কথা বলে। কথা বলার একপর্যায়ে সেই কিছুটা নাম ঠিকানা বলতে সক্ষম হয়। তাৎক্ষণিক ইয়াসিন তাহাকে নিয়ে মারোত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া সাথে যোগাযোগ করে। তিনি দাগনভূঁঞা থানা ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় পরিবারের সাথে যোগাযোগ করা হয়।
যোগাযোগের সুবাধে তার পরিবার আজ ৮ই জানুয়ারি ২৩ইং টেকনাফ পৌছাল মারোত নের্তৃবৃন্দের উপস্তিতিতে মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি জনাব এরফানুল হক চৌধুরী। এছাড়া সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ইসলাম ,সদস্য মোশাররফ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময়প্রধান অতিথি তাহার বক্তৃতায় মারোত এর মানবিক কার্যক্রম এর ভুয়সী প্রশংসা করেন ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল মানবিক কার্যক্রম এ জড়িত সকলের প্রতি ধন্যবাদ দেন।
অনুষ্ঠান শেষে ভিকটিম এর চাচা মোঃ আব্দু রহিম মারোত সভাপতি আবু সুফিয়ান এর নিকট হতে হস্তান্তর পত্র গ্রহণ করে মারোত নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ।
আসুন আমরা সামাজিক এবং মানবিক হই তাহলে বদলে যাবে বাংলাদেশ।