হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওয়তায় আন্তঃক্লাব সংগীত, আবৃতি চিত্রাঙ্কন, দৌড়সহ বিভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

৯ ই জানুয়ারী, সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে এক অনারম্ভর অনূষ্ঠানে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান এর সভাপতিত্বে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক তৌহিদা আক্তারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. উপজেলা সহকারী ভূমি এএফএম শামীম, বিশেষ অতিথি উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল ইসলাম, জেলা ফিল্ড সুপারভাইজার কাবিল উদ্দীন মন্ডল, ট্রেড ইন্সট্রাক্টর শারমিন জাহান বিউটি জেন্ডার প্রমোটার মাহবুব ইলাহী, সংগীত শিক্ষক- বাবু রেন্টু কুমার বড়ুয়া, মিজানুর রহমান, সঞ্জিতা পাল, প্রিয়াংকা দাস, অর্পিতা পাল, আঁখি দে, আবৃত্তি শিক্ষক তাহামিনা ইয়াসমিন ,রিতু দে, আবৃত্তি শিক্ষক নিপা দে, কবি নিলয় রফিক, ক্লাব কো-অর্ডিনেটরগণ কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।