কামাল শিশির, রামু :

রামু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি আনোয়ারুল হোসাইন, রামু স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার সালামত উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, ইসলামী ফাউন্ডেশনের সাইফুদ্দিন খালেদ, কাজী মোঃ আবু বক্কর সিদ্দিক, সমুন বড়ুয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিজিবি রামু চেরংঘাটা অধিনায়ক শাহ আলম,আরর্জিনা আকতার আনসার বাহিনীর কর্মকর্তা,উম্মে সুরাইয়া আমিন মহিলা বিষয়ক কর্মকর্তা , নুর উদ্দীন ডিজিএফ আই,,মিজানুর রহমান এন,সাই,মো আব্দুর রশিদ ধেছুয়াপালং রেঞ্জ কর্মকর্তা, মোহাম্মদ গাজী বাহার উদ্দিন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, রাজারকুল রেন্জ কর্মকর্তা, মৌলনা আব্দুর রহিম।

রামু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি, বালি, সরকারী রির্জাভ থেকে কাঠ কাটাঁ বন্ধ কল্পে কঠোর পদক্ষেপ সহ মোবাইল টিমের ব্যপারে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।