মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়ার রাজাপালং ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, কন্ট্রাক্টর শেখ শাহাব উদ্দীন আর নেই।
মঙ্গলবার ১০ জানুয়ারী সকাল সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

শেখ শাহাব উদ্দিন উখিয়ার মরহুম শেখ মোহাম্মদ আলী’র পুত্র। কক্সবাজার শহরের টেকপাড়াস্থ মাস্টার বাড়ির মরহুম আবদুল্লাহ কন্ট্রাক্টরের জামাতা। শিক্ষানুরাগী শেখ শাহাব উদ্দিন ব্যক্তিগত জীবনে অমায়িক, সজ্জন ও পরোপকারী স্বভাবের মানুষ ছিলেন।

মঙ্গলবার ১০ জানুয়ারি আসরের নামাজের পর উখিয়ার রাজাপালং বায়তুশ শরফ জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।