বাংলাদেশ পুলিশে প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সাবেক (ওসি) ,জেলা পুলিশের ক্রাইম শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমকে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে এই ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি অত্যন্ত সফলতার সাথে বেশ কয়েকটি মাদকের বড় চালান আটক করে। মাদক চোরাচালান ও ছিনতাইকারী এবং সন্ত্রাসের বিরুদ্ধে সফল অভিযানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।