আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদীমুড়া এলাকার নাফনদী অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া এলাকার নাফনদী ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

অর্ধগলিত হওয়ায় এখনও তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, ভেসে আসা মৃতদেহ দুটির সঙ্গে আবদুস সালাম প্রকাশ চাকমা ও তার শ্যালক শফি উল্লাহর মিল রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান,
এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে টেকনাফ হ্নীলা জাদিমুড়া নাফনদীর তীরবর্তী এলাকা থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত হওয়ায় মৃতদেহ গুলোর পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। উদ্ধারের পর মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।