মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়া এলাকার সাঈদ আবদুল্লাহ (২২)।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার তেজগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। রেলওয়ে থানা (ঢাকা-জিআরপি) জানায়, সাঈদ মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে সাঈদ ঘটনাস্থলেই প্রাণ হারান।
ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করা সাঈদ আবদুল্লাহ’র লাশ গ্রহন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। সাঈদ ইসলাম ধর্ম গ্রহন করায় তার পরিবার তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেন ইতোমধ্যে।

সাঈদের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে।