চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ললীতা বসাক, কাঙ্গাল বসাক, লাকী বসাক, সৌরভ বসাক ও শয়ন্তী বসাক।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল হামিদ বলেন, রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব মিল্কি জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ঘরের ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে। একজন অগ্নিকাণ্ডের সময় অর্ধদগ্ধ অবস্থায় ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা।