প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের এসএম পাড়ার প্রবীণ মুরুব্বী, আলেমে দীন ও অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক আবদুল মান্নান ইন্তেকাল করেছেন।

রবিবার (১৫ জানুয়ারি) বার্ধক্যজনিত কারণে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালের তার বয়স হয়েছিলো ৮৫ বছর। কর্মজীবনে মাওলানা আবদুল মান্নান দীর্ঘদিন শিক্ষকতার পেশায় জড়িত ছিলেন। এছাড়াও নানা দ্বীনি কাজের সব সময় নিয়োজিত থাকতেন। আলেম ও শিক্ষক হিসেবে এলাকাসহ সর্বমহলে তিনি স্বনামধন্য একজন ব্যক্তি ছিলেন। তাঁকে সবাই সম্মান করতেন।

মৃত্যুকালে তিনি তিনি ছেলে ও চার মেয়ে এবং স্ত্রী রয়েছে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এসএম পাড়া ঈদগাঁও ময়দানে মরহুম আবদুল মান্নানের জানাযা অনুষ্ঠিত হবে। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার সন্তানেরা।