নিজস্ব প্রতিবেদক
তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসা কক্সবাজারের সবক প্রদান ও হিফয সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার ক্বেরাত বিভাগের সাবেক প্রধান ও কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক ক্বারি মুহাম্মদ জহিরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও রহমানিয়া মাদরাসার প্রধান পরিচালক মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা সদরের মাটিরাঙা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা হারুনুর রশীদ, কক্সবাজার মা’হাদ আন নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জিয়াউল হক জিয়া, পোকখালী মাদরাসার শিক্ষক মুফতি নুরুল কাদের ও হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন।
মাওলানা হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাহাড়তলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন আনসারি।
অতিথিদের স্বাগত জানান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ হারেস।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারি মাওলানা রহমত উল্লাহ হারেছ।
এতে বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম, এন এ মঞ্জিলের মালিক জিয়াউল হক জিয়াসহ অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে শিক্ষার্থী, দেশ ও জাতির উন্নতি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা ক্বারি মুহাম্মদ জহিরুল হক।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়াস্থ মোহাম্মদ আলী লেইনে প্রতিষ্ঠিত তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসা অল্প সময়েই শিক্ষার গুণগত মান ও কারিকুলামে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
এখানে সাধারণ (প্লে থেকে ষষ্ঠ শ্রেণি) এবং হিফযের পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মডেল মক্তব চালু রয়েছে।
আবাসিক, অনাবাসিক ডে-কেয়ার এবং খন্ডকালীন শিক্ষার্থী ভর্তি করানো হয়।
সিসি ক্যামেরা দ্বারা পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।