আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের জুলস পাওয়ার ২০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে হেলিকপ্টার যোগে তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান।
এ সময় কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।